ঢাবি ভিসির সঙ্গে পুরোপুরি একমত নন কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৮, ১৮:০৫
ফাইল ছবি

আন্দোলনকারীদের জঙ্গিদের মতো কোটা অনলাইনে প্রচারণামূলক ভিডিও দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আখতারুজ্জামান যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে একমত নন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে, এই বক্তব্য ঢালাও হয়ে গেছে।

সোমবার দুপুরে বনানীর সেতু ভবনে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এসময় কোটা আন্দোলন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগের দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদেরকে বলেন, ‘তালেবান জঙ্গিরা গোপন আস্তানা থেকে যে রকম উস্কানিমূলক ভিডিও বার্তা পাঠায়, তার অবিকল উগ্র চরমপন্থী প্রচারণামূলক ভিডিও আমি নিজে দেখেছি।’

কোটা আন্দোলনে কোনো জঙ্গি সংগঠনের অংশগ্রহণ আছে কি না, এমন প্রশ্নে আখতারুজ্জামান অবশ্য বলেন, ‘কোনও সংগঠন জানি না। কিন্তু ফেসবুকে যে ভিডিও দেখেছি, সে ভিডিও জঙ্গিদের ধরনের। সেখানে মৃত্যুকে আলিঙ্গন করার কথা বলা হয়েছে। এসব দেখে মনে হয়েছে অশুভ কোনো শক্তির তৎপরতা রয়েছে।’

এর প্রতিক্রিয়ায় কাদের বলেন, ‘আন্দোলনের সময় ভিসির বাড়িতে যে হামলার ঘটনা (৮ ফেব্রুয়ারি) ঘটেছে তা পুরোপুরি জঙ্গি স্টাইলে হয়েছে। কিন্তু পুরো আন্দোলন জঙ্গিবাদের বহিঃপ্রকাশ বলে তিনি (ঢাবি ভিসি) যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে ঢালাওভাবে আমি একমত নই।’

কোটা নিয়ে আন্দোলনকারীদেরকে আশ্বস্ত করে কাদের বলেন, এ বিষয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমিটি কাজ করছে। তবে সময় লাগবে।

‘একটি কমিটি গঠন করা হয়েছে। এতদিন কমিটি ছিল না। এখন ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটি কমিটি কাজ করছে, ইতোমধ্যে বৈঠকও করেছে। তারা কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করবে। দেশেই বাইরে থেকেও অভিজ্ঞতা নেওয়া হবে। সুতরাং আন্দোলনকারীদের বলব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা আস্থা রাখুন।’

বিএনপি নিজের আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা আন্দোলনকে পুঁজি করতে চাইছে বলেও মনে করেন আওয়ামী লীগ নেতা।

ঢাকাটাইমস/০৯জুলাই/টিএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আ.লীগ সরকারের পতনে বিরোধী দলগুলো একাত্ম: মঈন খান

দেশের জনগণ আজ ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে: রিজভী

উপজেলা নির্বাচন ঘিরে বিএনপি-আ.লীগে অস্বস্তি, মাঠপর্যায়ে কেন উপেক্ষিত দলীয় সিদ্ধান্ত

প্রয়াত নেতা পিন্টুর কবর জিয়ারতে বিএনপি নেতারা

ট্রেনভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে কমলাপুরে সিপিবির বিক্ষোভ

জনগণের কাছে হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন: ফারুক

দেশের জনগণ আওয়ামী লীগকে মীরজাফর হিসেবে চিনবে: রিজভী

শাসকগোষ্ঠীর রক্তচক্ষুর কাছে গণমাধ্যম বারবার আত্মসমর্পন করেছে: বাংলাদেশ ন্যাপ

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার

কে এই মামুনুল হক? যেভাবে পান ব্যাপক পরিচিতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :