চুয়াডাঙ্গায় দশ কেজি গাঁজাসহ দুই  মাদককারবারি গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৪, ১১:৫২| আপডেট : ০৪ মে ২০২৪, ১২:৫১
অ- অ+

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ দুজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর জেলার করিমপুর গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে বাবু শেখ (২৮) একই এলাকার চান মিয়া ব্যাপারীর ছেলে হাসান ব্যাপারী (২৫) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুয়াডাঙ্গার দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ দর্শনা থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। সময় রামনগর বটতলা মোড়ে একটি চলন্ত প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালিয়ে দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রাইভেটকারে থাকা ফরিদপুর জেলার করিমপুর গ্রামের বাবু শেখ হাসান ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা 
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: মোদি-শেহবাজকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান
হবিগঞ্জে সমন্বয়কারীদের ওপর  হামলার অভিযোগে দুজন গ্রেফতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা