শ্রীপুরে পিকআপে ডাম্প ট্রাকের ধাক্কা, ২ নির্মাণ শ্রমিক নিহত

​​​​​​​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৪, ১০:০১| আপডেট : ০৪ মে ২০২৪, ১২:১৬
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ জন নির্মাণ শ্রমিক।

শনিবার ভোরে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি কামরুল ইসলাম কাউন্সিলরের বাড়ির সামনে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (৪৫) তার জামাতা আবু সুফিয়ান (২৫)

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ বলেন, একটি পিকআপে করে ১৩ জন শ্রমিক ঢালাইয়ের কাজে শ্রীপুর থেকে মাওনা অভিমুখে যাচ্ছিলেন। তাদের বহনকারী পিকআপটি শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি কামরুল ইসলাম কাউন্সিলরের বাড়ির সামনে পৌঁছানো মাত্রই পেছন থেকে একটি ডাম্প ট্রাক পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি উল্টে শ্রমিকরা চাপা পড়ে। ঘটনাস্থলেই রাসেল মিয়া নিহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সুফিয়ানকেও মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কুদ্দুস বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় ডাম্প ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/৪মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা