চার শিশু-কিশোরকে ফেরত দিলো ভারত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৮, ১৯:০৯
অ- অ+

ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শিশু শোধনাগারে বাংলাদেশি চার শিশু-কিশোর আটক থাকার পর মঙ্গলবার তারা হিলি সীমান্ত চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে।

এদিকে ভারতের শিশুহোম কর্তৃপক্ষ জানায়, তাদের ওই শিশু শোধনাগারে আরো বাংলাদেশি শিশু-কিশোর এখনো আটক রয়েছে।

সীমান্তের বিজিবি, বিএসএফ ও দুদেশের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চার শিশু-কিশোরকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেন হিলি ইমিগ্রেশন পুলিশ।

হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন জানান, হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার অভিযোগে ভারতীয় পুলিশ বাংলাদেশি এই চার শিশু-কিশোরকে আটক করে আদালতে প্রেরণ করে। আদালত তাদের বয়স কম হওয়ার কারণে শিশু শোধনাগারে রাখার নির্দেশ দেন। পরে দুদেশের উচ্চ পর্যায়ের চিঠি আদান-প্রদানের পর আজ তাদের সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়।

দেশে ফেরত আসা শিশু-কিশোররা হলো- নওগাঁর পতনীতলার বাদল মারিল ছেলে চনচলমালি, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আব্দুল হাকিমের ছেলে হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল হাসেমের ছেলে আরিফ হোসেন ও রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মোজাম্মেল হকের ছেলে উজ্জ্বল হোসেন।

(ঢাকাটাইমস/৭আগস্ট/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা