খাদ্যে বিষক্রিয়ায় ছাত্রের মৃত্যু, তদন্তে চিকি’সক টিম

ব্যুরোপ্রধান, ময়মনসিংহ
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৮, ২১:৪৭
অ- অ+

ময়মনসিংহের ফুলপুর উপজেলার জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ায় এক ছাত্রের মৃত্যু ও দেড় শতাধিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

মৃত রিয়াদ হাসান মাদ্রাসাটির অষ্টম শ্রেণির ছাত্র ও তারাকান্দা উপজেলার ভালকি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

গতকাল মাদ্রাসার প্রায় ২০০ ছাত্রের সবাই কম-বেশি ডায়রিয়ায় আক্রান্ত হয়। অসুস্থ সব শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তির পর দুপুরে ময়মনসিংহ এসকে হাসপাতালে চিকিৎসাধীন রিয়াদ হাসান মারা যায়। অন্যান্য অসুস্থরা হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছে।

তারা মঙ্গলবার রাতের খাবার খেয়ে অসুস্থ হয় বলে জানিয়েছেন মাদ্রাসাটির মোহতামিম মাওলানা আইন উদ্দিন। তিনি জানান, রাতে ছাত্রদের মাংস ও ডাল দিয়ে খাবার দেয়া হয়েছিল। এর যেকোনো খাবারের বিষক্রিয়ায় কমবেশি সবাই অসুস্থ হয়। গুরুতর অসুস্থদের হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসায় জন্য ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে চিকিৎসক টিম এসেছেন।

ফুলপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ পন্ডিত জানান, খবর পেয়ে তিন জন চিকিৎসকের টিম পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও পাঠানো হবে।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/ব্যুরোপ্রধান/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা