নেত্রকোণায় বোমা হামলার ট্র্যাজিডি দিবস পালিত

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৯

আজ আট ডিসেম্বর। নেত্রকোণা ট্র্যাজিডি দিবস। ২০০৫ সালের এই দিনে শহরের অজহর রোডে উদীচী শিল্পী গোষ্ঠী ও শতদল কার্যালয়ের সামনে জেএমবির বোমা হামলায় আটজন নিহত হন ও অর্ধ শতাধিক আহত হন।

শনিবার সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, মৌলবাদের উত্থানরোধে এবারও তারা নিহতদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন, র‌্যালি, ৫ মিনিটের স্তব্ধ নেত্রকোণাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে নেত্রকোণার সাংস্কৃতিক কর্মীরা।

সকালে উদীচী কার্যালয় সংলগ্ন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আশরাফ আলী খান খসরু, সিপিবির প্রার্থী মোস্তাক আহমেদ, জেলা উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চুসহ অন্যরা।

২০০৫ সালের এই দিনে সকালে জেএমবির আত্মঘাতি বোমা হামলায় জেলা উদীচীর খাজা হায়দার হোসেন ও সুদীপ্তা পাল শেলীসহ আটজন মারা যান। আহত হন পঞ্চাশ জনের ওপরে। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি পুলিশের দায়ের করা বোমা হামলার মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ঢাকা-২ আদালত তিন জঙ্গি সালাউদ্দিন, আসাদ্জ্জুামান ও ফাহিমাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। অপর আসামি কাউছার আহম্মেদকে বেকসুর খালাস দেন। জঙ্গি বাংলা ভাই ও সানির অন্য মামলায় মৃত্যুদণ্ড হওয়ায় এই দুইজনকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :