টেকনাফে মালয়েশিয়াগামী ১৫ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০১৯, ১৯:০৬

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফ থেকে নারী-পুরুষসহ ১৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে টেকনাফের শামলাপুরের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।

উদ্ধার কৃতরা হলেন- উখিয়ার জামতলী রোহিঙ্গা শিবিরের রাবিয়া বেগম (১৮) একই শিবিরের ফারবিন আক্তার (১৯), থ্যাংখালী ক্যাম্পের রেহেনা আক্তার (১৮), কতুপালং শিবিরের আনোয়ারা বেগম (১৫), বালুখালী শিবিরের নুর কলিমা (২৪), সেতারা বেগম (২৫), জাহেদা বেগম (২২), মোহাম্মদ সালাম (৪০), কেফায়েত উল্লাহ (৩২), টেকনাফ লেদা রোহিঙ্গা শিবিরের বেলাল উদ্দিন (৩০), মোহোম্মদ সোহেল (২২), শাহ নবী (৩০), মোহাম্মদ আলম (২৩), ইমান হোসেন (৩৩) ও হাবিজুর রহমান (২৪)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সোমবার ভোরে বেশ কয়েকজন রোহিঙ্গা উখিয়া-টেকনাফ রোহিঙ্গা শিবির থেকে বের হয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়া প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদে পুলিশের একটি দল টেকনাফের শামলাপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :