চেক প্রতারণা মামলা

সাতক্ষীরা জেলা তাঁতী লীগ নেতার জেল-জরিমানা

সাতক্ষীরা প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:২৮ | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:০৪

ব্যাংকে টাকা না থাকার পরও পাওনাদারকে চেক দিয়ে প্রতারণার দায়ে সাতক্ষীরা জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি মীর আজাহার আলী শাহীনকে এক বছর কারাদণ্ড ও ৩১ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

সোমবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী এক জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মীর আজাহার আলী শাহীন সাতক্ষীরা শহরের মুনজিতপুরের নবারুন কলেজ মোড়ের মৃত নিছার আলী মীরের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, শহরতলীর বাটকেখালি গ্রামের নাছির গাজীর ছেলে আব্দুল মান্নানের আশাশুনি উপজেলার শোভনালীতে একটি ইটভাটা রয়েছে। ওই ভাটা থেকে ইট কিনে ব্যবসা করার সুবাদে আব্দুল মান্নান ২০১৪ সালের পহেলা জুলাই মীর শাহীনের কাছে এক কোটি ১০ লাখ টাকা পান।

টাকার পরিবর্তে মীর শাহিন পাওনাদার আব্দুল মান্নানকে স্টাণ্ডার্ড ব্যাংক সাতক্ষীরা শাখার একটি চেক দেন। ওই বছরের ১২ নভেম্বর ব্যাংকে টাকা তুলতে গেলে হিসাব নম্বরে টাকা নেই বলে আব্দুল মান্নানকে জানিয়ে দেওয়া হয়।

পরে ১৮ নভেম্বর মীর আজাহার আলীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এরপরও পাওনা টাকা ফিরে পাওয়া সংক্রান্ত টাকার বিষয়ে সন্তোষজনক জবাব না পাওয়ায় আব্দুল মান্নান ২০১৪ সালের ২৩ ডিসেম্বর সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতে মীর আজাহার আলী শাহীনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলাটি পরবর্তীতে বদলী হয়ে বিচারের জন্য সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে যায়। সোমবার বাদীর জবানবন্দি ও নথি পর্যালোচনা শেষে বিচারক এ রায় দেন।

সোমবার আসামি মীর আজাহার আলী শাহীন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু।

ঢাকা টাইমস/১৬জানুয়ারি/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

এই বিভাগের সব খবর

শিরোনাম :