মিলানে দিরাই সমাজকল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০১৯, ২২:৪৭

ইতালির মিলানে দিরাই সমাজকল্যাণ সমিতির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার স্থানীয় একটি হলরুমে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার প্রবাসীদের বৃহৎ সংগঠন দিরাই সমাজকল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে হয়।

সমিতির সভাপতি নূর হোসেন জমিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহাগ খান,জাবেদুর রহমান ও জুনেদ-এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বায়তুল মোকারম জামে মসজিদ বার্লিনের প্রতিষ্ঠাতা, দিরাই উপজেলার জার্মান প্রবাসী আকুল মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই সমাজকল্যাণ সমিতি ফ্রান্সের সভাপতি পিয়ার মোহাম্মদ,সুনামগঞ্জ এসোসিয়েশন বার্সেলোনা স্পেনের সভাপতি মনোয়ার পাশা, দিরাই এসোসিয়েশন বার্সেলোনা স্পেনের সভাপতি ইমরান হোসাইন, সিলেট বিভাগ ফোরাম বার্সেলোনা স্পেনের সাবেক সভাপতি মামুন আহমেদ, দিরাই সমিতি মিলানের উপদেষ্টা হাবিবুর রহমান, সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মুহিতুর রহমান, মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির, সিলেট সমিতির আহ্বায়ক কমিটির সদস্য জিনু মিয়া মেম্বার, তারা মিয়া, অধীর চন্দ্র, সাবেক সহ-সভাপতি ইব্রাহিম মিয়া, জাতীয়তাবাদী ফোরাম মিলানের সভাপতি ময়েজুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন পিয়েতেল্লো সভাপতি জয়নাল ইসলাম, বৃহত্তর ঢাকা সমিতির সম্পাদক রবিন শিকদার প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় মিলানের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সমিতি ও দিরাই সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে লন্ডন থেকে আগত হাসি রানী, বাউল শিল্পী আব্দুস শহীদ, বোলোনিয়া থেকে মানসিবসহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুঠান উপভোগ করেন উপস্থিত প্রবাসীরা।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :