ভেনিসে সাবরিনা হোসাইনকে সংবর্ধনা

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৪, ১৭:৫১
অ- অ+

অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ইতালির ভেনিসে এনটিভির সিইও ও ডিরেক্টর সাবরিন হোসাইনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভেনিসে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনটিভির সিইও ও ডিরেক্টর সাবরিন হোসাইন।

দেশের বাইরে প্রবাসে সাংবাদিকতা চ্যালেঞ্জিং আখ্যা দিয়ে সাবরিনা হোসাইন বলেন, জীবনের মূল্যবান সময় দিয়ে সংবাদকর্মীরা গঠনমূলক ও আলোকিত কমিউনিটি নির্মাণের পাশাপাশি নতুন প্রজন্মকে বাংলা বর্ণমালা এবং বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।

তিনি এ সংগঠনের ঐক্য এবং গণতান্ত্রিক সাংগঠনিক চর্চা করার তাগিদ দিয়ে আরো বলেন, অনৈক্য ও দ্বিধা-দ্বন্দ্ব সংগঠনের অন্তরায় হতে না পারে, এজন্য সকলকে গঠনতন্ত্র এবং নিয়ম শৃঙ্খলার নিরিখে এগিয়ে চলার আহ্বান জানান।

ইউরোপে সাংবাদিকদের পরিবার খ্যাত আয়েবাপিসির আয়োজনে কমিউনিটি ও সাংবাদিকের উষ্ণ ভালোবাসায় সিক্ত হন সাবরিনা হোসাইন।

সংগঠনের উপদেষ্টা মনোয়ার ক্লার্কের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকুল খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- এনটিভির ডিরেক্টর মোস্তফা সারোয়ার, বিশিষ্ট প্রপার্টি বিজনেসম্যান কাজি আরিফ, এনটিভি ইউরোপের হেড অব নিউজ চয়ন সামি সহ প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন- সহ সভাপতি সেলিম আলম, যুগ্ম সম্পাদক আবুল কালাম মামুন ও নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন, সাংবাদিক মাকসুদ রহমান, মোহাম্মদ সোহাগ, জাকির হুসেন, সুমন সরকার প্রমুখ।

(ঢাকা টাইমস/২৩এপ্রিল/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীপুরে কারখানায় ডাকাতি
খুলনায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ঈদে রাজধানীতে বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও বিপণি-বিতানের নিরাপত্তায় ডিএমপির নির্দেশনা
এনসিসি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন খোরশেদ আলম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা