গফরগাঁওয়ে সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত্যু

ব্যুরো প্রধান,ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০১

ময়মনসিংহে গফরগাঁওয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা মমিন খাঁ মারা গেছেন। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেড় মাস চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর খবরে তার পরিবারের লোকজন ও এলাকাবাসীর মাঝে শোকের পাশাপাশি চরম ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, রৌহা নামাপাড়া এলাকায় আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার নিয়ে খলিল গ্রুপের সঙ্গে একই এলাকার রফিকুল মেম্বার গ্রুপের বিরোধ চলছিল। গত বছরের ২০ ডিসেম্বর সন্ধ্যায় রৌহা কারিগরি স্কুল এ্যান্ড কলেজ মাঠে জাতীয় সংসদ নির্বাচনের নৌকা মার্কা প্রতীকের কেন্দ্র কমিটি গঠনের সমাবেশ শেষে উভয় পক্ষ পাল্টাপাল্টি মিছিল নিয়ে নিজেদের এলাকায় যাওয়ার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রৌহা ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মমিন খাঁসহ ছয়জন গুরুতর আহত হন। গুরুতর আহত মমিন খাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত মমিন খাঁর ভাতিজা ও সালটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান জানান, আমার চাচা মমিন খাঁ আজন্ম বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। সন্ত্রাসীদের হাতে তাকে প্রাণ দিতে হলো।

গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, এ ঘটনায় কোন মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :