মিলানে মাতৃভাষা দিবস উদযাপন

ইউরোপ ব্যুরো,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৭

ইতালির মিলানে একুশে উদযাপনের আয়োজনে একুশের প্রহরে সম্মিলিতভাবে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তর্পক অর্পনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মিলানের কায়াচ্ছো পার্কে অস্থায়ী শহীদ মিনারে একুশ উদযাপনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী জাকির হোসেন, মুক্তিযোদ্ধা আশরাফ আলমসহ পরিষদের নেতৃবৃন্দ পুষ্পস্তর্পক অর্পণ করেন এবং সকল ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন ও মোনাজাত করেন।

প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে কর্মদিবস থাকার পরেও মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালি, মিলান বিএনপি, বৃহত্তর নোয়াখালী সমিতি, বাংলা প্রেসক্লাব, ফেনী সমিতি, দিরাই সমাজ কল্যাণ সমিতি, জাতীয়তাবাদী যুবদল, উত্তরবঙ্গ পরিষদ, জাতীয়তাবাদী ফোরাম সিলেট, স্পোটিং ক্লাব মিলানসহ সামাজিক ও আঞ্চলিক সংগঠনগুলো পুস্পস্তর্পক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

একুশে উদযাপন পরিষদ ছাড়াও মিলানে বৃহস্পতিবার সকাল ১০টায় মিলান কনসুলেট অফিস সংলগ্ন অস্থায়ী শহীদ মিনারে কনসাল জেনারেল পুস্পস্তর্পক অর্পণ করেন।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :