দগ্ধদের দেখতে বার্ন ইউনিটে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৩ | প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪১
শেখ হাসিনা। ফাইল ছবি

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় আগুনে দগ্ধদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বার্ন ইউনিটে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি দগ্ধদের অবস্থার খোঁজ নিচ্ছেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে যাওয়ার কথা নিশ্চিত করেছিলেন।

বুধবার রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে বেশ কয়েকটি ভবন পুড়ে যায়। আগুনে প্রাণ হারান মোট ৬৭ জন। আগুনে আহত ও দগ্ধ হন অন্তত ৪১ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আগুন লাগার দিনে রাত জেগে প্রতি মুহূর্তে খোঁজ-খবর নেন শেখ হাসিনা। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। এছাড়া নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন সরকারপ্রধান।

ঢাকা টাইমস/২৩ফেব্রুয়ারি/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :