তানোর থানার ওসি প্রত্যাহার

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১০

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর হয়ে কাজ করার অভিযোগে রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা মোতাবেক তাকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ।

তানোর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক জুলকার নায়ন জানান, অন্য প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে ইসি তানোরের ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। ইসির উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বুধবার সন্ধ্যায় রাজশাহীর এসপির কাছে পৌঁছে।

জানতে চাইলে এসপি শহিদুল্লাহ বলেন, চিঠি হাতে পাওয়ার পরই ওসিকে প্রত্যাহারের আদেশ দেয়া হয়েছে। ওসি রেজাউল ইসলাম দ্রুতই জেলা পুলিশে সংযুক্ত হবেন বলেও জানান তিনি।

ওসি রেজাউল ইসলাম বলেন, প্রত্যাহারের খবর তিনি শুনেছেন। তবে চিঠি পাননি। চিঠি হাতে পেলেই তিনি চলে যাবেন।

তানোর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। এরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম।

বুধবার সকালে শরিফুল ইসলামের প্রধান নির্বাচনি এজেন্ট আশরাফুল হক তোতা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেন। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নানা হুমকি-ধামকি ও মারধরের অভিযোগ করা হয়। এ নিয়ে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী প্রিজাইডিং অফিসারদের সাথে ‘গোপন সভা’ করেছেন বলেও অভিযোগ করা হয়। এ দিনই সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসি। একইসাথে তানোর থানার ওসিকে প্রত্যাহারের আদেশ দেয়া হলো।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :