লোকসভা নির্বাচন

গুরুদাসপুরে অক্ষয়কে চাচ্ছে বিজেপি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০১৯, ১০:৩৭| আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১০:৪২
অ- অ+

ভারতীয় রাজনীতির মাঠে নামতে চলেছেন বিনোদন জগতের আরও এক তারকা। তিনি প্রয়াত অভিনেতা বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্না। বাবার মতো অক্ষয়ও বলিউডের একজন নামকরা অভিনেতা। আসন্ন লোকসভা নির্বাচনে তাকে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে প্রার্থী করতে চাচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি।

অক্ষয়ের বাবা বিনোদন খান্না এই আসন থেকে ১৯৯৮, ২০০৯ ও ২০১৪ সালে মোট তিনবার সাংসদ নির্বাচিত হন। ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ২৭ এপ্রিল মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান এই অভিনেতা ও রাজনীতিক। এবার তার আসনে ছেলে অক্ষয় খান্নার নাম মনস্থ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

এ সম্পর্কে বিজেপির এক নেতা সংবাদ মাধ্যমকে জানান, সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত। তবে সেটা ঝুলে আছে বিনোদ খান্নার স্ত্রী কবিতা খান্নার উপর। তার আপত্তি না থাকলে অভিনেতা অক্ষয় খান্নাই হবে গুরুদাসপুরে বিজেপির প্রার্থী।

তবে অক্ষয়ের জন্য লড়াইটা একেবারেই সহজ হবে না। কারণ গুরুদাসপুরের এই আসনে বর্তমান সাংসদ কংগ্রেসের সুনীল জাখার। তিনি নিঃসন্দেহে কঠিন প্রতিদ্বন্দ্বী। নতুন প্রার্থী হিসেবে তার সঙ্গে ভোটের লড়াইয়ে জেতা অক্ষয়ের জন্য কঠিনই হবে।

ঢাকাটাইমস/১৪মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা