বিলাইছড়ি উপজেলা আ.লীগ সভাপতিকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০১৯, ১১:২০| আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১১:২৮
অ- অ+

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার ফারুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে সুরেশ কান্তি একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ফারুয়া ইউনিয়নের ফারুয়া থেকে বিলাইছড়ি সদরে যাচ্ছিলেন। নৌকাটি ওরাছড়ি এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা সুরেশকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তার মৃত্যু হয়।

রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় অনেকে আহত রয়েছে।

রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

গতকাল সোমবার উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের তিনটি কেন্দ্র থেকে ফেরার পথে নির্বাচনকর্মীদের ওপর সশস্ত্র হামলা হয়। বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের নয় মাইল এলাকায় ওই হামলায় দুই পোলিং অফিসারসহ সাতজন নিহত হন। গুলিবিদ্ধ হন আরও অন্তত ১১ জন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে হামলার ঘটনা ঘটলো।

(ঢাকাটাইমস/১৯মার্চ/প্রতিনিধি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাইনি সন্দেহে ভারতে একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা
শহীদদের মর্যাদা দিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে: দুদু
অলিখিত ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নগরকান্দায় আগুনে ২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা