পাকস্থলিতে স্বর্ণ নিয়ে পাচারের সময় আটক

জয়পুরহাট প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০১৯, ১৬:৩০

অভিনব কায়দায় পাকস্থলিতে করে স্বর্ণ পাচারের সময় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্ত এলাকা থেকে ৪০ ভরি ওজনের চারটি স্বর্ণের বারসহ হাবিবুর রহমান নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

পাচারকারী হাবিবুর পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের খলিকুজ্জামানের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, আটাপাড়া এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করা হয়। তার শরীরে তল্লাশি চালিয়ে স্বর্ণ পাওয়া না গেলে পরে তাকে এক্সরে করানো হলে পাকস্থলিতে ৪০ ভরি ওজনের চারটি স্বর্ণের বার পাওয়া যায়। তার শরীরের ভেতর থেকে স্বর্নের বারগুলো বের করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৩১মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :