টাঙ্গাইলে ভুল চিকিৎসায় সাবেক কমিশনারের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,টাঙ্গাইল
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০১৯, ২১:৩৬
অ- অ+

টাঙ্গাইলের কালিহাতীতে ভুল চিকিৎসায় রহিজ উদ্দিন চাঁন্দু নামে সাবেক পৌর কমিশনারের মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসকদের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

রহিজ উদ্দিন চাঁন্দু কালিহাতী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার (কাউন্সিলর) ও উপজেলা সদরের ঘুনী গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী হাসপাতালের পুরুষ ওয়ার্ডের নার্স রুম ভাঙচুর করে এবং প্রায় দেড় ঘণ্টা হাসপাতাল ঘেরাও করে রাখে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে স্থানীয় নেতাদের আশ্বাসে স্বজন ও এলাকাবাসী লাশসহ হাসপাতাল ত্যাগ করে।

রোগীর স্বজনদের অভিযোগ, ‘চিকিৎসকের ভুল চিকিৎসায় রহিজ উদ্দিন চাঁন্দু মৃত্যুবরণ করেন। পারিবারিক ও স্থানীয়ভাবে পরামর্শক্রমে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান স্বজনরা।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী ফরহাদুল হক বলেন, ‘সকাল ৮টায় রোগীটি হাসপাতালের জরুরি বিভাগে বুকে ব্যাথা নিয়ে এলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রাশেদুল আলম প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করেন। রোগীটি ওয়ার্ডে পৌঁছালে কর্তব্যরত নার্স লতিফা রোগীটির শরীরে ওষুধ প্রয়োগ করে। চিকিৎসা চলাকালে রোগীটি মৃত্যুবরণ করেন। রোগীর স্বজন ও এলাকাবাসী পুরুষ ওয়ার্ডের নার্স রুম ভাঙচুর করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আমরা কোন ভুল চিকিৎসা ও অবহেলা করিনি।’

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
চীন থেকে তড়িঘড়ি যে কারণে দেশে ফেরেন শেখ হাসিনা, কিন্তু…
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা