বেতন বাড়ানোর দাবিতে ধামরাইয়ে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সাভার
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০১৯, ১৩:২৪
অ- অ+

ঢাকার ধামরাইয়ে বেতন-ভাতা বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি বেভারেজ কারখানার শ্রমিকরা।

সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে দুই ঘণ্টা পর সড়ক থেকে সরে যায় শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, দৈনিক ন্যূনতম ১২০ টাকা মজুরিতে তাদের কারখানার প্রায় ছয় শ’ শ্রমিক কাজ করে আসছিলেন। কিন্তু মালিকপক্ষ দীর্ঘদিন ধরে পদোন্নতি ও বেতন বৃদ্ধি সুবিধার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করছে না। উপায় না পেয়ে আজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ গিয়ে তাদের দাবির ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। মালিকপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে দাবিগুলো নিয়ে কথা বললে শ্রমিকরা সড়ক ছেড়ে কাজে যোগ দেয়। এরপর সড়কটিতে দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা