নোবিপ্রবিতে আইএসএসএএফ অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০১৯, ২২:০৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি)-তে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন সাসটেইনএবল অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ (আইএসএসএএফ)-২০১৯’ এর উদ্বোধন হয়েছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে নোবিপ্রবি ফিশারিশ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী-৪ আসনের সাংসদ ও নোবিপ্রবি রিজেন্ট বোর্ড সদস্য একরামুল করিম চৌধুরী।

ফিশারিশ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় মৎস্য বিভাগের ডিরেক্টর জেনারেল আবু সায়েদ মো. রাশেদুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর ডিরেক্টর জেনারেল ড. ইয়াহিয়া মাহমুদ, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল (বিএআরসি)-এর এক্সিকিউটিব চেয়ারম্যান ড. কবির একরামুল হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন আহমেদ, ওয়াল্ড ফিস-এর সাবেক কান্ট্রি ডিরেক্টর ড. ক্রেইগ এ মেইজনার।

অনুষ্ঠানে কি নোট স্পিকার ছিলেন, জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের ফলিত জীব বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. তামিজি ইয়ামামোতো এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল ওহাব।

অনুষ্ঠানে বাংলাদেশে মৎস্য শিক্ষা ও গবেষণায় অনন্য অবদানের জন্য অধ্যাপক ড. মো. আবদুল ওহাবকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। পুরো সিম্পোজিয়াম আয়োজনের আহ্বায়ক ছিলেন, নোবিপ্রবি ফিশারিশ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৪ জন আমন্ত্রিত বক্তা বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন। ২২ জন গবেষক তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন এবং ৪৫ জন গবেষক তাদের পোস্টার প্রেজেন্টেশন করে। আর এতে প্রায় ৪ শত পার্টিসিপ্যান্ট উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচকরা এসডিজি লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে এবং মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবহারের ওপর জোর দেন। এছাড়া প্রবন্ধসমূহে ব্লু ইকোনমি, উপকূলীয় মৎস্য চাষ, লবণাক্ত সহিঞ্ষুতা, খাদ্য ও পুষ্টি বিষয়ে প্রবন্ধ উপস্থাপিত হয়।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

ঈদের পর থেকে শনিবারও বন্ধ রাখা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

মাদরাসা বোর্ডে জিপিএ-ফাইভ বেড়েছে দ্বিগুণের বেশি

ক্যাম্পাস চালুর দাবি, কুবিতে প্রতীকী ক্লাস

জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালনায় আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ উপাচার্যের

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে ৪ শতাংশ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :