বগুড়ায় প্রকাশ্য দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষ

এনাম আহমেদ, বগুড়া
 | প্রকাশিত : ১৬ মে ২০১৯, ২১:৫৪

বগুড়ার বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর আবারো প্রকাশ্য দ্বন্দ্বে মুখোমুখি জেলা বিএনপির দুই পক্ষ। বুধবার রাত ৮টার দিকে পদবঞ্চিত পক্ষ দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে বাইরে আগুন দেয়। এরপর রাত ১১টায় অপর পক্ষ সেই তালা ভেঙে নতুন করে তালা লাগায়। পাল্টাপাল্টি তালা লাগানো ছাড়াও ওই রাতেই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে বৃহস্পতিবার বিকালে আবার পদবঞ্চিতরা দলীয় কার্যালয়ের সামনে ‘সংস্কারপন্থী মুক্ত বিএনপি চাই, হঠাও সিরাজ-বাঁচাও দল’ স্লোগান লেখা ব্যানার টাঙিয়ে বিক্ষোভ করেন। তারা অনেকটা তারেক রহমানের ঘোষিত বগুড়া জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন।

গত ২৫ এপ্রিল কেন্দ্রীয় বিএনপি জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটির প্রস্তাবনা চাওয়ার পরই মূলত জেলা বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

২৯ এপ্রিল বিএনপির দুটি অংশ পৃথক দুটি আহ্বায়ক কমিটির প্রস্তাবনা পাঠায় কেন্দ্রে। পরে ৪ মে কেন্দ্রীয় কমিটি জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে। বিলুপ্তির ১০ দিন পর গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে আহ্বায়ক করে বগুড়া জেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এরপরেই আবারো প্রকাশ্য দ্বন্দ্বে মুখোমুখি জেলা বিএনপির এই দুই পক্ষ।

বুধবার রাত ৮টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সভাপতি শাহ্ মেহেদী হাসান হিমু, সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু, জাসাস জেলা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পশারী হিরুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে এবং আহ্বায়ক সিরাজকে ‘সংস্কারপন্থী নেতা’ উল্লেখ করে নতুন আহ্বায়ক কমিটির বিরুদ্ধে স্লোগান দেন। পরে দলীয় কার্যালয়ের মূল দরজার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

এ ঘটনার ঘণ্টা দুয়েক পর নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও নতুন কমিটির অন্তত ১০/১২ জন সদস্যের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকশ নেতাকর্মী দলীয় কার্যালয়ে আসেন। তারা অন্য পক্ষের দেয়া তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন।

পরে যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের অনুমোদিত এই আহ্বায়ক কমিটিতে জায়গা না পেয়ে আগের কমিটির কিছু দলীয় নামধারী ব্যক্তি বিতর্ক তৈরির চেষ্টা করছে। এরা আওয়ামী লীগের এজেন্ট হয়ে দলীয় চেয়ারপারসনের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি দলীয় কর্মকাণ্ডে কোনো বাধা হয়ে দাঁড়াবে না বলেও তিনি জানান।

এসময় বিএনপির যুগ্ম আহবাক ফজলুল বারী তালুকদার বেলাল, সদস্য রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা বক্তব্য রাখেন।

এরপর আহ্বায়ক কমিটির সদস্যরা বগুড়ার ‘চম্পা মহল’ সাবেক এমপি হেলালুজ্জামান লালুর বড়িতে সমবেত হয়ে আলোচনায় বসেন। খবর পেয়ে আহ্বায়ক কমিটির বিরোধীরা লালু এমপির বাসভবন চম্পা মহলের বাড়ির বাইরে জড়ো হয়ে হামলা ও ভাঙচুর করে। পরে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে নেতাকর্মীরা হামলাকারীদের ধাওয়া করে।

এইসব ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার যুবদলের জেলা শাখার সংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, যুগ্ম-সম্পাদক মাসুদ রানা মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক জুম্মান আলী শেখ, সহ-দপ্তর সম্পাদক মোমমিন আকন্দ, সদস্য বুলবুল হোসেন ও আব্দুল্লাহ আল মামুন রাজীবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন জানান, তারেক রহমানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার কোন সুযোগ নেই। তবে এই কমিটিতে ত্যাগী নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হলে পরিস্থিতি হয়তো এরকমটা হতো না।

(ঢাকাটাইমস/১৬মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :