ঝড়ে বায়তুল মোকাররমে প্যান্ডেল ভেঙে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ মে ২০১৯, ২৩:৫১ | প্রকাশিত : ১৭ মে ২০১৯, ২১:০৯

আকস্মিক ঝড়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নামাজের প্যান্ডেল লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে এক মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে ৬৫ কিলোমিটার বেগে ঝড় হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, ঝড়ের পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। এদিকে রাজধানীতে হঠাৎ এই ঝড়ে অনেক এলাকায় গাছপালা ভেঙে পড়ে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া শফিকুল (৩৮) নামে একজন মুসল্লির মৃত্যু হয়েছেন। এছাড়া এ ঘটনায় ১৫ জন মুসল্লি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।

বায়তুল মোকাররমে রমজানে প্রচুর মুসল্লি হওয়ায় মসজিদের দক্ষিণ গেটে মুসল্লিদের নামাজের জন্য একটি প্যান্ডেল স্থাপন করা হয়। শুক্রবার সন্ধ্যার ঝড়ে প্যান্ডেলটি লণ্ডভণ্ড হয়ে যায়।

(ঢাকাটাইমস/১৭মে/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :