জুনায়েদ খানের অভিনব প্রতিবাদ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মে ২০১৯, ১১:৩৫

বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পেয়েছিলেন পাকিস্তানি পেসার জুনায়েদ খান। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শেষে পারফরম্যান্সের নিরিখে বিশ্বকাপ দলে বেশ রদবদল করেন পিসিবি’র নির্বাচকরা। সোমবার বিশ্বকাপের ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েন জুনায়েদ খান। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন এই পেসার।

প্রাথমিক দলে জায়গা হলেও চূড়ান্ত তালিকায় নিজের নাম না দেখতে পেয়ে হয়তো একটু মুষড়েই পড়েছেন জুনায়েদ খান। আর তারপরই টুইটারে প্রতিবাদে সামিল হয়েছেন ২৯ বছর বসয়ী পেসার। মুখে টেপ লাগিয়ে নিঃশব্দ প্রতিবাদ জানিয়েছেন তিনি। সঙ্গে তিনি লিখছেন, ‘আমি কিছু বলতে চাই না। সত্যটা খুব তেতো!’

প্রসঙ্গত ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফর্ম করেছিলেন বাঁ হাতি এই পেসার। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে জুনায়েদ বাদ পড়ায় বেজায় চটেছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা।

(ঢাকাটাইমস/২১ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :