সহকর্মীকে ধর্ষণের দায়ে প্রধান শিক্ষকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০১৯, ১৫:৫৩| আপডেট : ২১ মে ২০১৯, ১৫:৫৫
অ- অ+

কুষ্টিয়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বী এক শিক্ষিকাকে ধর্ষণের দায়ে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তার নাম শরিফুল ইসলাম। এছাড়া তার এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের মৃত রহমান মোল্লার ছেলে। তিনি মুজিবনগর আম্রকানন নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ধর্ষণের শিকার ওই শিক্ষিকা একই বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই শিক্ষিকা ২০১৬ সালের ১৩ মে মাধ্যমিক স্কুলশিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে অভিযুক্ত শিক্ষক শরিফুলের সঙ্গে কুষ্টিয়া যান। শহরের বড়বাজার এলাকায় আল আমিন আবাসিক হোটেলে মামা-ভাগ্নি পরিচয়ে আলাদা আলাদা কক্ষ ভাড়া নেন। ভোরে ওই শিক্ষিকার ঘরে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শরিফুল। বিষয়টি কাউকে না জানাতে হত্যার হুমকিও দেয়া হয়। পরে ওই শিক্ষিকা গুরুতর অসুস্থ হলে একটি ইজিবাইক ভাড়া করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে কৌশলে পালিয়ে যায় শরিফুল।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে প্রধান শিক্ষক শরিফুলকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। ২০১৬ সালের ১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ড পাওয়া শিক্ষক আদালতে উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২১মে/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা