ফাটল ঢাকতে সেতুতে পিচের ঢালাই

আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ
| আপডেট : ০৩ জুন ২০১৯, ১৬:২২ | প্রকাশিত : ০৩ জুন ২০১৯, ১৬:১৮

কিশোরগঞ্জের বেতাই নদীর সেতুর ফাটল পিচ ঢেলে ঢেকে দিয়েছে এলজিইডি।

রবিবার ঢাকাটাইমস অনলাইন ও সোমবার দৈনিক ঢাকা টাইমস পত্রিকায় ‘উদ্বোধনের আগেই সেতুতে ফাটল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে তড়িগড়ি করে এলজিইডির তাড়াইল উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের উপস্থিতিতে বেতাই নদীর সেতুর নির্ধারিত ফাটলসহ পুরো সেতু পিচ ঢালাই করে দেয়া হয়েছে।

গতকাল সরেজমিনে দেখা গেছে, নির্ধারিত ফাটলসহ পুরো সেতুতে পিচ ঢালাই করে দেয়া হয়েছে। সংশ্লিষ্টদের এমন কর্মকাণ্ডে জনমনে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘বেতাই নদীর সেতুটির ফাটল সংস্কার না করেই ঢালাই সেতুতে পিচ ঢেলে প্রলেপ দেয়া টেকসই হবে না। তারা সেতুটির ফাটল মেরামত করে পুনঃসংস্কারের দাবি জানান।’

এ বিষয়ে এলজিইডির তাড়াইল উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/৩জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :