ওয়ানডেতে প্রথমবার পাঁচ উইকেট শিকার আমিরের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০১৯, ১৯:৩৯| আপডেট : ১২ জুন ২০১৯, ১৯:৫৫
অ- অ+

বিশ্বকাপে পাকিস্তানের প্রাথমিক দলে ছিলেন না পেসার মোহাম্মদ আমির। কিন্তু পরে তাকে চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করা হয়। আর সুযোগ পেয়েই বিশ্বকাপ মাতাচ্ছেন এই তারকা পেসার। বিশ্বকাপে বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন আমির।

১০ ওভারে ৩০ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে দুইটি ওভারে তিনি কোনো রান দেননি। এর আগে তার সেরা বোলিং ছিল ৪/২৮। এদিনই ওয়ানডেতে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেন আমির। তিনি প্রথমে সাজঘরে ফেরান অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চকে। এরপর একে একে ফেরান উসমান খাজা, শন মার্শ, আলেক্স ক্যারি ও মিচেল স্টার্ককে।

বিশ্বকাপে বুধবার পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে অস্ট্রেলিয়া শুরুটা যেভাবে করেছিল শেষটা সেভাবে করতে পারেনি। ৪০ ওভার শেষে তাদের স্কোর ছিল চার উইকেটে ২৫৬ রান। সেখান থেকে ৪৯ ওভারে ৩০৭ রানে অলআউট হয়ে যায় তারা। অর্থাৎ, শেষ ৯ ওভারে তারা ৬ উইকেট হারিয়ে করতে পেরেছে ৫১ রান।

(ঢাকাটাইমস/১২ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহরুখ খানের পছন্দের খাবার যেভাবে খেলে বশে থাকবে ওজন, জানালেন নিজেই
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা