মির্জাপুরে ভ্রাম্যমাণ বইমেলা শুরু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০১৯, ১৪:১৪
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। রবিবার সকাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বইমেলা শুরু হয়। এ উপলক্ষে মির্জাপুর পৌর এলাকায় দুই দিন মাইকিং করা হয়।

দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ভ্রাম্যমাণ এই বইমেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশ-বিদেশের প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার বই রয়েছে বলে বিক্রয় প্রতিনিধি সোহেল সরকার জানান।

১৬ জুন থেকে ১৮ জুন তিন দিনব্যাপী এই মেলা চলবে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ যেকোনো শ্রেণি-পেশার মানুষ ভ্রাম্যমাণ বইমেলায় এসে পছন্দের বই পড়তে ও কিনতে পারবেন বলে জানান বইমেলার ইনচার্জ আব্দুল হাই।

মির্জাপুর উপজেলা নির্বাহী আব্দুল মালেক বলেন, দেশব্যাপী ‘আলোকিত মানুষ’ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিনের এই বইমেলা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৬জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা