কিয়ারাকে স্বমেহনের দৃশ্য শিখিয়েছিলেন করণ জোহার

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৭ জুন ২০১৯, ১০:৪২
অ- অ+

করণ জোহারের ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরি’তে কিয়ারা আডবানির স্বমেহনের দৃশ্যটি নজর কেড়েছিল দর্শকের। এককথায় তার অনবদ্য অভিনয় দাগ কেটেছিল ভক্তদের মনে। অবশ্য সমালোচনাও কম হয়নি। ওই দৃশ্যের জন্য বহুবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন নায়িকা। আলোচিত ও সমালোচিত সেই দৃশ্যটি নাকি করণ জোহারই শিখিয়ে দিয়েছিলেন কিয়ারাকে। সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার চ্যাট শো-তে উপস্থিত হয়ে এ কথা জানান তিনি।

নেহা ধুপিয়া তার শোয়ে স্বমেহনের ক্লাইম্যাক্স নিয়ে সরাসরি প্রশ্ন করেন কিয়ারাকে। জানতে চান, কীভাবে ক্যামেরার সামনে স্বমেহনের অমন চমৎকার অভিনয় করলেন তিনি। জবাবে অভিনেত্রী জানান, ‘করণ জোহার আমাকে সবটাই শিখিয়ে দিয়েছিলেন। একেবারে না হেসে দৃশ্যটি করতে বলেছিলেন আমাকে। ওই রাতের আগে আমি খুব নার্ভাস ছিলাম। গুগলে সার্চ করে দেখেছিলাম কীভাবে নারীরা স্বমেহনের ক্ষেত্রে ভাইব্রেটর ব্যবহার করে। আগলি ট্রুথের বেশ কয়েকটা সিনও দেখেছিলাম।’

কিয়ারা আরও জানান, করণ জোহার তার চোখ দিয়েই পুরো অভিনয়টা করতে বলেছিলেন। করণ জোহারের ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরি’তে কিয়ারা একজন অতৃপ্ত স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তার স্বামীর চরিত্রে ছিলেন ভিকি কৌশল। এই নায়িকা বর্তমানে শাহিদ কাপুরের বিপরীতে ‘কবীর সিং’ ছবির প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত। ছবিটি মুক্তি পাবে ২১ জুন।

ঢাকাটাইমস/১৭ জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনা-কামালের বিচার শুরুর আদেশ
জামালপুরে সীমান্ত দিয়ে নারীসহ ৭ জনকে পুশইন করল বিএসএফ
যেকোনো বৈরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত: মহাপরিচালক
শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা