যশোরে ঘের ব্যবসায়ী হত্যায় চার আসামি গ্রেপ্তার

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ আগস্ট ২০১৯, ১৯:২০

যশোরের ঘের ব্যবসায়ী ইমরোজ হত্যা মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও দুটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার আলী, চাঁচড়া ডালমিল এলাকার রিংকু, একই এলাকার স্বাধীন এবং ভাতুড়িয়া দাইপাড়ার রহিম।

সংবাদ সম্মেলনে গোলাম রব্বানী জানান, ইমরোজ হত্যা মামলাটি ৩০ জুলাই থেকে যশোর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ( এসআই) শামীম হোসেন তদন্তে করছেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার ভোরে গাজীপুরের টঙ্গি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের স্বীকারোক্তিতে যশোর বেনাপোল সড়কের নাভারন মোড় থেকে হত্যায় ব্যবহৃত দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

এছাড়া তাদের স্বীকারোক্তিতে মামলার এজাহারভুক্ত আসামি আকিবুরের বাড়ি থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। বাকি আসামিদের অচিরেই গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি জানান।

এর আগে ইমরোজ হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, ২৪ এপ্রিল দুপুরে যশোরের ভাতুড়িয়া এলাকার ঘের ব্যবসায়ী ইমরোজকে গুলি করে হত্যা করে সন্ত্রাসাীরা। এ ঘটনায় তার পিতা নয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

ঢাকাটাইমস/১আগস্ট/এলএ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :