চুয়াডাঙ্গায় কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০১৯, ২০:১৩
অ- অ+

চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদাহ গ্রামে সানোয়ার হোসেন নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার ঈদের দিন সন্ধ্যার দিকে গ্রামের একটি চায়ের দোকানে তাকে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ পরিবারের।

পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান সানোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, সদর উপজেলার নতুন ভান্ডারদাহ গ্রামের মৃত নুর হোসেন মন্ডলের তিন ছেলে সানোয়ার, মনোয়ার ও আনোয়ার তাদের দুটি গরু বিক্রি করতে ঢাকায় নিয়ে যায়। ঢাকার উত্তরার একটি হাটে গরু দুটি ১ লাখ ৬৩ হাজার টাকায় বিক্রি হলেও টাকা চুরি হয়ে যায়। নিরুপায় হয়ে তারা ঈদের দিন বিকালে গ্রামে ফিরে আসে।

নিহতের বড় ভাই আনোয়ার হোসেন জানান, বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া সেরে সন্ধ্যার দিকে আমার ভাই সানোয়ার গ্রামের একটি চায়ের দোকানে বসেছিল। এ সময় ওই চায়ের দোকানে আমাদের গরু বিক্রির টাকা চুরি যাওয়ায় প্রসঙ্গটি উঠে আসে। এক পর্যায়ে গ্রামের সাইদুল নামে এক যুবক চুরি যাওয়া টাকা নিয়ে বিদ্রুপ করে আমার ভাইকেই চোর হিসেবে আখ্যায়িত করে। আমার ভাই সানোয়ার এর প্রতিবাদ করলে সাইদুল তাকে পিটাতে তাকে। এক পর্যায়ে তার বুকেও কয়েক দফায় লাথি মারে সাইদুল। এতে আমার ভাই অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে সদর হাসপাতালে ভর্তি করি। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে সানোয়ারকে মঙ্গলবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যায় সানোয়ার হোসেন।

এদিকে, দুপুরে নিহতের লাশ রাজশাহী থেকে নিজ গ্রামে পৌঁছালে উত্তেজিত হয় নিহতের স্বজনরা। এ সময় সাইদুলের বেশ কয়েকজন স্বজনকে মারপিট করা হয় বলে অভিযোগ স্থানীয় সাইদুল পক্ষের লোকজনের।

সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল খান জানান, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। সেখান থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। বিষয়টি নিয়ে গ্রামে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা