ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার হোল্ডার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০১৯, ২০:২২
অ- অ+

ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক জ্যাসন হোল্ডার। সেই সাথে টেস্টেও বর্ষসেরার পুরস্কার পেয়েছেন তিনি।

ওয়ানডেতে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন শাই হোপ। আর টি-টোয়েন্টিতে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন কিমো পল। উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন পেসার ওশানে থমাস। সোমবার রাতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেয়া হয়।

নারী ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন অলরাউন্ডার দেন্দ্রা ডটিন। এই পুরস্কার প্রদানের ক্ষেত্রে ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালে মার্চ পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে টেস্টে খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে উঠেছিলেন হোল্ডার। জানুয়ারিতে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। যে সময়ের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে সেই সময়ের মধ্যে হোল্ডার টেস্টে আট ম্যাচে ৫৬৫ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৪০ উইকেট। এর মধ্যে চারবার তিনি পাঁচ উইকেট শিকার করেছেন।

(ঢাকাটাইমস/২০ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগের কর্মী অপুর  গ্রেপ্তার
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা