বৃষ্টিবিঘ্নিত দিনে বোল্ট-সাউদির আগুনে বোলিং

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ আগস্ট ২০১৯, ১৯:১২

কলম্বোতে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টে শ্রীলংকার বিপক্ষে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির বোলিং নৈপুণ্য দ্বিতীয় দিন শেষে চালকের আসনে সফরকারী নিউজিল্যান্ড।

দুই পেসারের দুই উইকেট করে শিকারের সুবাদে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে স্বাগতিক লংকানরা। এরপর বৃষ্টি নামলে দিনের খেলা বন্ধ হয়ে যায়।

আগের দিন ২ উইকেটে ৮৫ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে লংকানরা। বোল্ট দিনের শুরুতেই ২ উইকেট শিকার করেন। দ্বিতীয় দিন মাত্র ২৯.৩ ওভার খেলা সম্ভব হয়। আগের দিন ৪৯ রানে অপরাজিত থাকা অধিনায়ক দিমুথ করুনারত্নেই কেবলমাত্র কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হন। কিন্তু ব্যক্তিগত ৬৫ ও দলীয় ১৩০ রানে সাউদির শিকার হন তিনি। এর আগে সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ গতকালের ২ রানের সঙ্গে আর কোন রান যোগ না করেই শিকার হন বোল্টের। ম্যাথুজকে শিকার করইে নিউজিল্যান্ডের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন বোল্ট।

পেস সহায়ক কন্ডিশনে বোল্টের ন্যায় সাউদিও দুই উইকেট শিকার করেন।

দিনের খেলা শুরু হওয়ার পর মাত্র তিন বলের মাথায় বোল্ট শূন্য রানে কুসল পেরেরাকে এলবিডব্লুর ফাঁদে ফেললে ৯৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে লংকানরা। কয়ের ওভার পর বোল্ট নিজের বলেই সাধারণ একটি ক্যাচ মিস করলে জীবন পান ডি সিলভা।

ব্যক্তিগত ৬১ রানে একবার জীবন পান করুনারত্নে। আজাজ প্যাটেলের বলে শর্ট মিড উইকেটে কেন উইলিয়ামসন একটি কঠিন ক্যাচ মিস করলে জীবন পান অধিনায়ক।

তবে টেস্ট ক্যারিয়ারে ২৩তম হাফ সেঞ্চুরির পর বেশিদূর যেতে পারেনননি বাঁ-হাতি করুনা। সাউদির বলে বিজে ওয়াটলিং এর হাতে ক্যাচ দিয়ে ৬৫ রানে বিদায় নেন তিনি। পরক্ষণেই শূন্য রানে নিরোশান ডিকওয়েলাকে বিদায় করেন সাউদি।

দিনে বাকিটা সময় ডি সিলভাকে নিয়ে কাটিয়ে দেন দিলরুয়ান পেরেরা। সিলভা ৩২ এবং পেরেরা ৫ রানে অপরাজিত আছেন।

টস জিতে শ্রীলংকা ব্যাটিং করতে নামলে প্রথম দিন মিডিয়াম পেসার কলিন ডি গ্র্যান্ডহোম এবং স্পিনার উইলিয়াম সামারভিল একটি করে উইকেট নেন।

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :