হ্যাজলউডের বাউন্সারে ভাঙলো স্টোকসের হেলমেট

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৯, ১৯:০২
অ- অ+

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ভয়্ঙ্কর এক বাউন্সারে স্টিভেন স্মিথকে আহত করেছিলেন জোফরা আর্চার। ইংলিশ পেসারের ঘণ্টায় ৯৬ মাইল গতিবেগে ছুটে আসা বল ঘাড়ে আঘাত লাগে অজি ব্যাটসম্যানের। যার কারণে সিরিজের তৃতীয় টেস্টে অনুপস্থিত স্মিথ।

দলের সেরা খেলোয়াড়ের আঘাত পাওয়াটা হয়তো ভুলেননি জশ হ্যাজলউড। অজি পেসার ঠিকই প্রতিশোধ নিলেন লিডস টেস্টে এসে। হেডিংলিতে চতুর্থ দিনে ভয়ঙ্কর এক বাউন্সারে বেন স্টোকসের হেলমেট ভেঙে ফেলেন হ্যাজলউড। ইংলিশ অলরাউন্ডার অবশ্য বেঁচে গেছেন হেলমেটের কারণে। মুখে যেভাবে বলটি আঘাত করেছে তাতে বড় দূর্ঘটনার শিকার হতে পারতেন স্টোকস। তবে তার হেলমেট ঠিকই টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে মাঠে।

হ্যাজলউডের ভয়ঙ্কর বাউন্সারও নিরাশ করতে পারেনি স্টোকসকে। চতুর্থদিনে ইংলিশদের ভরসা তিনি-ই। ৯০ বল খেলে ১৭ রানে অপরাজিত আছেন স্টোকস। তাকে সঙ্গ দিচ্ছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো (২২)। এই প্রতিবেদন লেখা পযর্ন্ত ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে করেছে ২০১ রান। জিততে হলে আরো ১৫৮ রান করতে হবে স্বাগতিকদের।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ১৭৯ রান। হ্যাজলউড ইংলিশদের প্রথম ইনিংস গুঁড়িয়ে দেন মাত্র ৬৭ রানে। দ্বিতীয় ইনিংসে ২৪৬ রান করে ৩৫৯ রানের টার্গেট দেয় সফরকারী অস্ট্রেলিয়া।

সিরিজে সমতায় ফিরতে হলে ইংল্যান্ডকে তৃতীয় টেস্টে জয় পেতে হবে। প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্ট ড্র করে জো রুটের দল।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/ডিএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা