ফরিদপুরে দুই লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০১৯, ২০:৩১
অ- অ+

ফরিদপুরে পৃথক ঘটনায় দুই উপজেলা থেকে একজন কৃষক ও একজন ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার সালথা উপজেলায় মানোয়ার মোল্যা নামে এক কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ। রবিবার বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের একটি খাল থেকে ভাসমান এ লাশটি উদ্ধার করা হয়।

মানোয়ার মোল্যা পূর্ব সোনাপুর গ্রামের মৃত তাজেল মোল্যার ছেলে এবং পেশায় কৃষক বলে জানা গেছে।

অপর দিকে জেলার সদর উপজেলার ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম থেকে এক ট্রাকচালকের লাশ উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া ওই লাশটি ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা গুচ্ছগ্রাম এলাকার মিনি ট্রাক চালক মনোয়ার মন্ডলের বলে নিশ্চিত করেছে পুলিশ।

কোতয়ালি থানার ওসি এফএম নাসিম জানান, রবিবার সাড়ে ১১টায় মনোয়ারের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

ওসি জানান, মনোয়ারের নিজ ঘরের আড়ার সাথে লুঙ্গি দিয়ে লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা, ৬ জনকে আটক করেছে র‍্যাব
আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন: নাহিদ ইসলাম
বিএইচবিএফসি'র প্রথম পুরস্কার অর্জন 
কুমিল্লায় মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা মামলায় ২ জন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা