মাতলামিকালে ছাত্রলীগ ও প্রজন্মলীগ নেতা গ্রেপ্তার

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৪

মদ পান করে মাতলামির সময় রাজশাহীতে ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দুই নেতা এবং একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর গুড়িপাড়া এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- জেলার গোদাগাড়ী উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের তুষার সরকার, খেতুর গ্রামের মাহবুব মুন্না এবং ভারতীয় নাগরিক সাগর আলী ওরফে নয়ন। এদের মধ্যে তুষার সরকার রাজশাহী জেলা ছাত্রলীগের সহসভাপতি। আর মুন্না জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহসভাপতি।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানান, গ্রেপ্তার তিনজন মাদ পান করে মাতলামি করছিলেন। তাই পুলিশ তাদের আটক করে। এরপর রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাদের ‘ডোপ টেস্ট’ করানো হয়। এতে তাদের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়।

তাই তাদের আরএমপি অধ্যাদেশে গ্রেপ্তার করা হয়। রাতে থানাহাজতে রাখার পর গতকাল বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

ওসি জানান, ভারতীয় নাগরিক সাগর আলী নয়ন পাসপোর্ট-ভিসা নিয়ে গোদাগাড়ীর ফরাদপুর গ্রামে বেড়াতে এসেছেন। তার বাবার নাম শেখ সাদি।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :