রিমান্ড শেষে দোষ স্বীকার করলেন কেবিন ক্রু

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫০
অ- অ+

দশ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমী দুই দিনের রিমান্ড শেষে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

সোমবার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের কাছে তিনি এই জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই সফিকুল ইসলাম তাকে আদালতে হাজির করে দোষ স্বীকার রেকর্ডের আবেদন করেন।

গত ৬ সেপ্টেম্বর এই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে সিএমএম আদালত। এরও আগে গত ৫ সেপ্টেম্বর বিকালে মৌসুমীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

মামলায় বলা হয়, ইউএস বাংলার বিএস ৩২২ ফ্লাইটটি ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে গত ৫ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে। ওই ফ্লাইটের ক্রুরা গ্রিন চ্যানেল পার হয়ে বের হচ্ছিলেন। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর এপিবিএন সদস্যরা কেবিন ক্রু মৌসুমীকে চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে তাকে কাস্টমস জোনে এনে তল্লশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তার দেহের বিভিন্ন অংশে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে রাখা ৮২টি সোনার বার জব্দ করা হয়। সোনার বারগুলোর ওজন প্রায় ১০ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/আরজেড/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ঢালাইয়ের সময় ছাদ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা