দে‌শে নতুন সাত ফোন আনল ন‌কিয়া

তথ্যপ্রযু‌ক্তি প্র‌তি‌বেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩০| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৪
অ- অ+

দে‌শের বাজারে নতুন সাত‌টি ফোন আনল নকিয়া। ফোনগু‌লো হ‌লো ন‌কিয়া ৭.২, ন‌কিয়া, ৬.২, ন‌কিয়া ৮০০, ন‌কিয়া ২৭২০, ন‌কিয়া ২২০, ন‌কিয়া ১১০ এবং ন‌কিয়া ১০৫।

আজ রাজধানীর এক‌টি হো‌টে‌লে ফোন সাত‌টি দে‌শের বাজা‌রে বি‌ক্রির ঘোষণা দেয়া এইচএম‌ডি গ্লোবাল।

সাত‌টি ফো‌নের ম‌ধ্যে নো‌কিয়া ৭.২ এবং ৬.২ স্ম‌ার্ট‌ফোন। বা‌কি পাঁচ‌টি ফিচার ফোন।

মাঝারি রে‌ঞ্জের দু‌টি অ্যানড্র‌য়েড ফো‌নের এক‌টি নকিয়া ৬.২। ফোন‌টি‌তে ব্যবহার করা হ‌য়ে‌ছে ট্রিপল রিয়ার ক্যা‌মেরা সেটাপ। এ‌তে ৪৮ মেগা‌পি‌ক্সেল জেইস অপ‌টিক্স লেন্স ব্যবহৃত হ‌য়ে‌ছে।

অপর‌ স্মার্ট‌ফোন নো‌কিয়া ৬.২। ফোন‌টি‌তে র‌য়ে‌ছে পিওর ডিস‌প্লে। এতে আর্টি‌ফি‌সিয়াল ই‌ন্টে‌লি‌জে‌ন্সি নিয়‌ন্ত্রিত তিন ক্যা‌মেরা র‌য়ে‌ছে।

উভয় ফো‌নে দুই দি‌নের ব্যাটা‌রি ব্যাকঅাপ পাওয়া যা‌বে। এগু‌লো‌তে অ্যানড্র‌য়েড ১০ অপা‌রে‌টিং সি‌স্টেম ব্যবহার করা হ‌য়ে‌ছে।

অন্য‌দি‌কে নতুন উ‌ন্মো‌চিত ৫ ফিচার ফো‌নের ম‌ধ্যে চতুর্থ প্রজ‌ন্মের ফিচার ফোন ১০৫। ন‌কিয়া ২২০ ফিচার ফো‌নে ফোর‌জি এল‌টিই কা‌নে‌ক্টি‌ভি‌টি পাওয়া যা‌বে। এছাড়াও ন‌কিয়া ২৭২০ ফ্লিপ‌ফোন এবং ন‌কিয়া ৮০০ টাফ ফোন হি‌সে‌বে বাজা‌রে পাওয়া যা‌বে।

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, এইচএমডি গ্লোবালের প্যান এ‌শিয়া হেড রা‌ভি কুনওয়ার, বাংলা‌দে‌শের এইচএম‌ডি গ্লোবা‌লের প্রধান ফারহান রশীদ এবং মা‌কে‌টিং লিড ইফফাত জহুর।

বিস্তারিত দেখুন ভিডিওতে:

(ঢাকাটাইমস/১১সে‌প্টেম্বর/এ‌জেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
জনগণের টাকায় নির্মিত সিনেমা যদি তারাই দেখতে না পারে, তাহলে অনুদানের মূল্য থাকল কই: নিরব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা