মির্জাপুরে নৌকা ডুবিতে কলেজছাত্রী নিখোঁজ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৬
অ- অ+

মির্জাপুরে নৌকা ডুবে নিলিমা লস্কর (১৭) নামে এক কলেজছাত্রী নিখোঁজ রয়েছে। এছাড়া এ ঘটনায় ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত বিপাশা লস্কর নামে এক ছাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের ধলেশ্বরী শাখা এলামজানী নদীর নাগরপাড়া খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ নিলিমা লস্কর নতুন কহেলা কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী বলে জানা গেছে। তিনি উপজেলার উয়ার্শী ইউনিয়নের মজদই গ্রামের আলম লস্করের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীরা জানান, দুপুরে কলেজ ছুটির পর এক শিক্ষকসহ ৩০/৩২ জন শিক্ষার্থী নৌকাযোগে ওই নদীর পার হওয়ার সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নিলিমা লস্কর নিখোঁজ হন। আহতদের মধ্যে গুরুতর আহত বিপাশা লস্কর নামে এক ছাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়িও একই গ্রামে বলে জানা গেছে।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ছাত্রীর সন্ধান মিলেনি বলে কলেজ অধ্যক্ষ ইমাম হোসেন মো. ফারুক জানিয়েছেন।

মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আরিফুর রহমান নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি
জলবায়ু উদ্বাস্তু ৮ হাজার পরিবার সাতক্ষীরা শহরে এসে নতুন ফাঁদে
সাউথইস্ট ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন
সিটি ব্যাংক ও আইবিএ-ঢাবির যৌথভাবে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’-এর চুক্তি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা