বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের সম্পাদক হলেন রেজওয়ান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩১| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪০
অ- অ+

বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন রেজওয়ান আহমেদ। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনটির নির্বাহী কমিটির এক জরুরি সভায় তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান নারগীস আক্তার নীলা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আগামী ১৫ অক্টোবর থেকে তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেদিন থেকে তিনি দলের সকল সাংগঠনিক ক্ষমতা ও কার্যক্রম পরিচালনা করবেন।

রেজওয়ান আহমেদ ১৯৬৫ সালের ২৫ মার্চ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আবু মোহাম্মদ মিয়া। মায়ের নাম রোকেয়া বেগম।

ছাত্রজীবন থেকেই রেজওয়ান রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং আশির দশকে ছাত্র নেতা হিসেবে তার ভালো পরিচিতি ছিল।

১৯৮৮-৮৯ সালে ঢাকার তেজগাঁও কলেজ থেকে স্নাতক ডিগ্রি শেষ করেন। ওই সময় দায়িত্ব পালন করেন তেজগাঁও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে।

১৯৯২ সালে বিদেশ চলে গিয়ে রয়েল ইন্সটিটিউট অব লন্ডন থেকে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। পাশাপাশি চাকরি, ব্যবসা ও রাজনীতি চালিয়ে যান। বর্তমানে ব্যবসার পাশাপাশি সমাজসেবক হিসেবেও কাজ করছেন রেজওয়ান আহমেদ।

ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে ঢালাইয়ের সময় ছাদ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩
এক ডিআইজি ও তিন এসপিকে চাকরি থেকে বরখাস্ত
জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কার্টুন প্রকাশের অভিযোগে তুরস্কে সংঘর্ষ, গ্রেপ্তার ৪ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা