খুনের দায়ে চার ভাইসহ ১০ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫২| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৬
অ- অ+

কিশোরগঞ্জের করিমগঞ্জে মানিক হত্যা মামলায় চার ভাইসহ ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ডও করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান ১২ জন।

সোমবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, চার ভাই মানিক, বাদল, নয়ন ও সুজন, আলমগীর, মিজান, লোকমান, গিয়াস উদ্দিন, রহমত এবং মামুন।

মামলার বিবরণে জানা গেছে, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া পালইকান্দা গ্রামের আব্দুর রশিদ মাস্টারের সঙ্গে একই গ্রামের আব্দুল হেকিমের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে ২০১১ সালে ৬ আগস্ট সকালে আ. হেকিমের লোকজন প্রতিপক্ষের জমি দখল করতে যায়। বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে বল্লমের আঘাতে নিহত হন পালইকান্দা গ্রামের আবু সহিদের ছেলে মানিক।

এ ঘটনায় নিহতের ভাই খায়রুল ইসলাম বাদী হয়ে একইদিন ২৭ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা করেন।

তদন্ত শেষে ২০১২ সালের ৮ মে ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলম কিবরিয়া। দীর্ঘ শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন।

ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা