‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:০১ | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৯

টিকাদানে বাংলাদেশের অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন ও ইমিউনাইজেশন (জিএভিআই) গতকাল প্রধানমন্ত্রীকে এ পুরস্কারে ভূষিত করে।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি’ শীর্ষক এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

শেখ হাসিনার হাতে পুরস্কার তুলে দেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশনের (জিএভিআই) বোর্ড সভাপতি ড. এনগোজি অকোনজো ইবিলা এবং সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেথ ফ্রাংকিলন বার্ক্লে।

ড. এনগোজি অকোনজো তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও রাজনৈতিক দায়বদ্ধতার প্রশংসা করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত ছিলেন।

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউইয়র্কে আছেন। রবিবার দেশটির স্থানীয় সময় বিকাল ৪টা ২৪ মিনিটে তিনি নিউইয়র্ক পৌঁছান।

সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী জাতিসংর্ঘের বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন। বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব এন্তেনিও গুতারেসের সঙ্গে। বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও। যোগ দেবেন প্রবাসী বাংলাদেশি আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেও।

২৯ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুধাবিতে যাত্রাবিরতি দিয়ে ১ অক্টোবর সকালে দেশে ফেরার কথা রয়েছে বঙ্গবন্ধুকন্যার।

ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :