কঙ্গোয় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৯, ১০:৩২
অ- অ+

কঙ্গোয় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় মধ্যরাতে রাজধানী কিনশাসা পৌঁছনোর পথে যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানিয়েছে রেড ক্রস।

রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে অন্তত ১০০ জন যাত্রী ছিলেন। এই মুহূর্তে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩০। এছাড়া ১৮ জন যাত্রীর শরীর থার্ড-ডিগ্রি দগ্ধ হওয়ার ফলে গভীর ক্ষত তৈরি হয়েছে। তবে বেশ কিছু দেহ এমনই পুড়ে গিয়েছে যে, তাদের পরিচয় উদ্ধার করতে সমস্যা দেখা দিয়েছে।

সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, এদিন লুফু থেকে কিনশাসা যাওয়ার পথে যাত্রী ও মালপত্র বোঝাই বাসটি আচমকা যান্ত্রিক বিভ্রাটের শিকার হয়। ম্‌বনজা-ন্‌গুংগু এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে পাশের নীচু জমিতে গড়িয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়।

কিনশাসা থেকে ১৫০ কিমি দূরে ১ নম্বর হাইওয়ের উপরে ম্‌বনজা-ন্‌গুংগু অঞ্চল সড়ক দুর্ঘটনার জন্য কুখ্যাত। এই রাস্তায় বহু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

ঢাকা টাইমস/২১অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা