রোহিতের সামনে দুটি রেকর্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০১৯, ১৫:৪১
অ- অ+

তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে আজ (০৩ নভেম্বর) মাঠে নামছে বাংলাদেশ-ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় গড়াবে ম্যাচটি। আর এই ম্যাচের মাধ্যমে টি-টোয়েন্টি ক্যারিয়ারের দুটি বড় রেকর্ড করতে যাচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

বিরাট কোহলির বিশ্রামে এই সিরিজের টিম ইন্ডিয়ার নেতৃত্বের সুযোগ পেয়েছেন রোহিত। সেইসঙ্গে নিজের ক্যারিয়ারের রেকর্ডও সমৃদ্ধ করার প্ল্যাটফর্ম পাচ্ছেন। প্রথম ম্যাচেই ভারতীয় হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার হবেন হিটম্যান খ্যাত এই ডান হাতি ব্যাটসম্যান। পাশাপাশি মাত্র ৭ রান করতে পারলেই কোহলিকে পেছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানধারী হবেন তিনি।

রোহিত এখন পর্যন্ত ধোনির সমান ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। আর আজ টস করার সঙ্গে সঙ্গই পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি ছুঁয়ে ফেলবেন। আফ্রিদি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৯ ম্যাচ খেলে অবসরে গেছেন। যা এখন দ্বিতীয় সর্বোচ্চ। যেখানে ১১১ ম্যাচ খেলে সবার ওপরে রয়েছেন পাকিস্তানের আরেক অলরাউন্ডার শোয়েব মালিক।

এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৪৫০ রান করা বিরাট কোহলি সবার ওপরে রয়েছেন। তবে মাত্র ৭ সংখ্যা পিছিয়ে ২৪৪৩ রানে অবস্থান করছেন রোহিত।

(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা