চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় লেগুনাচালক নিহত

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ১৮:৫০
অ- অ+

চট্টগ্রামের মিরসরাই উপজেলার নয়দুয়ার এলাকায় ট্রাকের ধাক্কায় কামরুল ইসলাম নামে এক লেগুনাচালক নিহত হয়েছে। এতে আহত হন লেগুনার হেলপার শহীদ। সোমবার ভোর ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকের ধাক্কায় নিহত কামরুল মিরসরাইয়ের মিঠাছরা গ্রামের নুরুল ইসলামের ছেলে। আহত শহীদ একই এলাকার আনু মিয়ার ছেলে। শহীদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লেগুনা গাড়ির চাকা পাংচার হলে রাস্তার পাশে দাঁড়িয়ে চাকা পরিবর্তন করার সময় একটি ট্রাক লেগুনাকে চাপা দিলে ঘটনাস্থলে ড্রাইভার কামরুল নিহত হয়। গুরুতর আহত হয় লেগুনার হেলপার শহিদ।

মিরাসরাই জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ইনচার্জ সোহেল সরকার বলেন, নয়দুয়ার এলাকায় দাঁড়ানো লেগুনাকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় লেগুনার চালক ও হেলপার। পরে তাদের মোস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক কামরুলকে মৃত ঘোষণা করেন। আহত শহীদকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু শিশু
আন্দোলন এখন গলার কাঁটা, দিন কাটাচ্ছেন বহিষ্কার আর দুদক আতঙ্কে এনবিআর কর্মকর্তারা
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা