গোপালগঞ্জে গাছের ডাল পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৯, ২১:২৭
অ- অ+

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ভেঙে ঝুলে থাকা গাছের ডাল পড়ে সাথী বৈদ্য (৬) নামে এক শিশু মারা গেছে। এ নিয়ে এ জেলায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে শিশু ও নারীসহ তিনজনের প্রাণ গেল।

গতকাল বেলা ১১টার দিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। সে একই উপজেলার কান্দিগ্রামের সুখরঞ্জন বৈদ্যর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাথী বৈদ্য নামে ওই শিশু খেলাধুলা করার সময় গাছের ভেঙে ঝুলে থাকা ডাল পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, ‘কোটালীপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলে বান্ধাবাড়ী গ্রামে সেকেন হাওলাদার নামে এক বৃদ্ধ ও কান্দিগ্রামে সাথী বৈদ্য নামে এক শিশুর মৃত্যু হয়েছে।’

এছাড়া সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের বাবন কাজীর স্ত্রী মাজু বিবি নামে এক বৃদ্ধা নিহত হন বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যারিস্টার শামীমের নিয়োগ অগণতান্ত্রিক, চুন্নুই বৈধ মহাসচিব: আনিসুল-হাওলাদার
শার্শা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চিংড়ির রেণু জব্দ, আটক ১
কুমিল্লায় তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি
জলবায়ু উদ্বাস্তু ৮ হাজার পরিবার সাতক্ষীরা শহরে এসে নতুন ফাঁদে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা