বার্সেলোনায় সাবেক ছাত্রলীগ ফোরামের মতবিনিময় সভা

স্পেনের বার্সেলোনায় সাবেক ছাত্রলীগ ফোরাম কাতালোনিয়া শাখার উদ্যোগে ১০ নভেম্বর বার্সেলোনার প্লাজা পেদ্রো শহীদ মিনার চত্বর সংলগ্ন রেস্টুরেন্টে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার শুভ সূচনা হয়।
প্রধান যুগ্ম-আহ্বায়ক জয়নুল আবেদীনের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ দুলাল, সংগঠনের অন্যতম সদস্য হীরা আলম, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন হারুন, আবু তালেব আল মামুন লাভু, সহজ মোল্লা, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শাহ আলম স্বাধীন, আশফাক মিয়া ফাঁকু, যুবলীগ সভাপতি শাহাবুদ্দীন, সাবেক ছাত্রলীগ নেতা মিজান সানা, মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে তারই চলমান ধারা সর্বত্র কার্যক্রমের মাধ্যমে সৎ নিষ্ঠাবান ও যোগ্য নেতৃত্বের রাজনীতি আরো সুদৃঢ় হবে এই আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের আহ্বায়ক তার সমাপনী বক্তব্যে বার্সেলোনা তথা কাতালুনিয়া আওয়ামী লীগের সকলকে সুবিধাবাদী যেকোনো কুচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এলএ)

মন্তব্য করুন