মায়াঙ্ক-রাহানেতে আটকে আছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৯, ১২:২৯| আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১২:৩২
অ- অ+

মিরাজের জোড়ালো আবেদনে আউট হয়েই গিয়েছিলেন! আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে রিভিউ নিয়ে এ যাত্রায় বেঁচে যান মায়াঙ্ক আগারওয়াল। তাতে যেনো আরো ধার বাড়ল মায়াঙ্কের ব্যাটের। ব্যাট হাতে ছুটছেন ব্যক্তিগত শতরানের দিকে। মায়াঙ্ককে ভালোই সঙ্গ দিচ্ছেন রাহানে।

দ্বিতীয় দিনের শুরতেই পূজারা, কোহলির আউটের পর খেই হারিয়ে ফেলে ভারত দল। কিন্তু দক্ষ হাতে ম্যাচ নিজেদের আঙিনায় নিয়ে গেছেন রাহানে-মায়াঙ্ক জুটি।

বিরতির আগে ৫৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৮৮ রান। ব্যক্তিগত ইনিংসে মায়াঙ্ক ১৩টি চার ও ১টি ছয়সহ ১৬৬টি বল খরচ করে সংগ্রহ করেছেন ৯১ রান। অন্যদিকে ৭২ বলে ৩৫ রান করেছেন রাহানে।

এর আগে চারে ব্যাট হাতে নামেন বিরাট কোহলি। প্রথম বলটা কোনোমতে আটকান তিনি। কিন্তু পরের বলে এলবি। ভারতীয় ক্যাপ্টেনকে পুরোপুরি পরাস্ত করেন আবু জায়েদ রাহি। দারুণ পেসে এলবির ফাঁদে ফেলেন তাকে। যদিও বাংলাদেশ দলের আবেদনে শুরুতে সাড়া দেয়নি আম্পায়ার। পরে রিভিউ নেন মুমিনুল হক। তাতেই মিলল বড় এই সাফল্য।

নি:সন্দেহে টেস্টের বড় একজন ব্যাটসম্যান কোহলি। তারপরও সব দিন তো সমান যায় না। কোহলিরও তেমটাই হয়েছে। ক্যারিয়ারে যেমন ব্যাট উঁচিয়ে উদযাপন করেছেন। বিপরীতে অনেকবার ডাকও মেরেছেন। এখন পর্যন্ত ৮৩টি টেস্টে অংশ নিয়ে পাঁচবার ডাবল জিরো পেয়েছেন তিনি। অর্থাৎ মোট ডাক মেরেছেন দশ ম্যাচে। তাছাড়া বাংলাদেশের বিপক্ষে সব সংস্করণ মিলিয়ে এই প্রথম শূন্যতে আউট হন কোহলি।

প্রথম দিন রোহিত শর্মাকে ফিরিয়ে শুভসূচনা এনে দিয়েছিলেন এই রাহী। আজও (১৫ নভেম্বর) তার হাত ধরে এলো দিনের প্রথম উইকেট। ৫৪ রান করা পূজারাকে মেহেদী হাসান মিরাজের বদলি হয়ে নামা সাইফ হাসানের ক্যাচ বানিয়ে ফেরান এই টাইগার পেসার।

ব্যাটিং ব্যর্থতায় হলকার স্টেডিয়ামে ১৫০ রানেই গুটিয়ে যায় টাইগারদের প্রথম ইনিংস। আর ১ উইকেটে ৮৬ রানে দিন শেষ করেছিল ভারত। এ দিন নিয়মিত বিরতিতে উইকেট খুইয়েই যায় বাংলাদেশ। এক মুশফিকুর রহিম ছাড়া কেউই ব্যাট হাতে তেমন আলো ছড়াতে পারেননি। তাতে অল্পতেই অলআউট হয় অতিথিরা।

কাগজে-কলমে বাংলাদেশ থেকে অনেকটা এগিয়ে ভারত। আর ম্যাচটা যখন ভারতের ঘরের মাঠে তখন তো আরও ভয়। অতীত পরিসংখ্যানই তেমন কথা বলছে। নিজেদের মাঠে ২০১৩ সালের পর ৩২ টেস্ট খেলে ২৬টিতেই জিতেছে ভারত। যার মধ্যে আবার ৫টা ড্র আর একটা মাত্র হার। তাছাড়া টেস্টে ভারতের বিপক্ষে আগে ৯টি ম্যাচে অংশ নিয়েছে বাংলাদেশ। যার মধ্যে ৭টি হেরেছে আর বাকি দুই ম্যাচ হয়েছে ড্র।

হলকার স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারত ও বাংলাদেশের প্রথম টেস্ট আরেকটা কারণে একটু বেশিই স্পেশাল। কেননা এই ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিষেক হলো টাইগারদের। সেই সঙ্গে ক্যাপ্টেন হিসেবে মুমিনুলও প্রবেশ করলেন টেস্টের এই নতুন অধ্যায়ে।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা