ভবিষ্যতে বিপুল বাংলাদেশির ওমানে কাজের সুযোগ: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৯, ১৫:৫১
অ- অ+

মধ্যপ্রাচ্যের ওমানে ভবিষ্যতে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মীর কাজের সুযোগ পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ওমর বিন মোহাম্মেদ বিন রামাদান আল বুলশী।

বুধবার দুপুরে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলটির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি একথা বলেন। জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওমানে বর্তমানে প্রায় সাড়ে ৬ লাখ বাংলাদেশি কর্মরত উল্লেখ করে রামাদান আল বুলশী বলেন, ‘বর্তমানে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশায় বাংলাদেশিরা অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন। ওমানে বিদেশি কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি হলো বাংলাদেশি। আগামী দিনে আরো বিপুল সংখ্যক বাংলাদেশির ওমানে কাজের সুযোগ সৃষ্টি হবে।’

সাক্ষাতে ভ্রাতৃপ্রতিম দুইটি দেশের বন্ধুত্ব, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসময় বাংলাদেশ ও ওমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের অবদান স্মরণ করেন ওমানের রাষ্ট্রদূত।

ওমানের রাষ্ট্রদূতকে জাপা চেয়ারম্যান জানান, বাংলাদেশ ও ওমানের পারস্পারিক বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের উন্নয়নের ওমানের অংশগ্রহন আরো বৃদ্ধি পাবে।

এসময় অন্যদের মধ্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত মেজর (অব.) আশরাফ উদ দৌলা ও মাহমুদুর রহমান, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/কারই/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা