বাল্যবিয়ে পণ্ড, বরসহ তিনজন কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ১৮:২৩
অ- অ+

হবিগঞ্জের বাহুবলে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সাথে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কন্যার বাবা-মা ও বরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিল শুক্রবার দুপুরে এ বিয়ে পণ্ড করে দেন। এসময় ভ্রাম্যমাণ আদালতে কন্যার বাবা-মাকে সাত দিন ও বরকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিল জানান, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খোঁজারগাঁও গ্রামের স্কুলছাত্রীকে শুক্রবার বিয়ের দিন ধার্য ছিল কিশোর বর আফজল মিয়ার সাথে। সব আয়োজন সম্পন্ন করেছিল কনের পরিবার।

এ সময় বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের নির্দেশনায় বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে তাদের জিজ্ঞাসাবাদে তারা বাল্যবিয়ের অপরাধের কথা স্বীকার করে। তাৎক্ষণিক কন্যার বাবা রজিম আলী ও মা জোৎসনা আক্তার ও বরকে উপজেলায় নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা-মাকে সাত দিন ও বর আফজল মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। বর আফজল মিয়া প্রতিবেশী হাসন আলীর ছেলে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা