সারাদেশে নৌ ধর্মঘট প্রত্যাহার

নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধসহ ১১ দফা দাবিতে শুরু হওয়া অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতি (ধর্মঘট) প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকরা।
শ্রম অধিদপ্তরের ডিজির সঙ্গে নৌযান মালিক-শ্রমিকদের দীর্ঘ বৈঠক শেষে শনিবার রাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।
বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১১দফা দাবিতে শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এ কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এতে বিপাকে পড়েন নৌপথে চলাচলকারী যাত্রী ও ব্যবসায়ীরা।
ধর্মঘটে বরিশালসহ বিভাগের নদী বন্দরে শনিবার (৩০ নভেম্বর) ভোর থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। এ কারণে সকাল থেকে বরিশাল নদী বন্দরে এসে ফিরে যান যাত্রীরা। পণ্য পরিবহন ও খালাস বন্ধ থাকায় ব্যবসায়ীদেরও পড়তে হয়েছে দুর্ভোগে। ধর্মঘটের কারণে সকাল থেকেই যাত্রীবাহী লঞ্চ পন্টুন থেকে সরিয়ে মাঝ নদীতে নোঙ্গর করে রাখা হয়েছে।
অন্যান্য বিভাগের মতো খুলনাঞ্চলেও নৌযান চলাচল বন্ধ ছিল। এতে খুলনা ও মোংলা বন্দরে পণ্য ওঠানামার কাজও বন্ধ হয়ে যায়।
ঢাকাটাইমস/০১ডিসেম্বর/ইএস

মন্তব্য করুন